কালো মেয়ের সমাচার- জামিল উদ্দিন
কেমন আছিস শ্যামা মেয়ে?
জৈষ্ঠ্যের সেই খরো দীপ্ত দুপুর বেলার কথা
তোর কী মনে আছে?
সেই সব সৃতি
উদ্যম জলের ভিতরে ঝাপ দেওয়া।
জল ভরা পুকুর পাড় থেকে
অমন করে কেনো লাফিয়ে পড়তিস?
আমাকে ভালোবাসিস এইটা বুঝানোর জন্য
না কি তোর দুরন্তপনা?
তুই যখন জলের মধ্য ঝাপিয়ে পড়তিস
তোর ভিজা চুল গুলো
গ্রীষ্মের তপ্ত বাতাসে উড়তো,
আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম
তোর ভিজা চুলের দোল খাওয়ায়।