কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ আহত ৫

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:42 AM, 30 June 2019

সাজমিন সাথী: সাতক্ষীরার জেলার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনার সময় পুলিশ এক হামলাকারীকে আটক করেছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও সরকারী হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে,উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে। শুক্রবার সকাল ১০টার দিকে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন গাজনা গ্রামের গোলাম হোসেন(৩৩)জানান-তার জমিতে বেড়া দেয়ার সময় চাচাতো ভাই সামছুর সানা বাধা প্রদান করে। এনিয়ে তাদের মধ্যে সামান্য কথাকাটা কাটি হয়,এক পর্যায়ে সামছুর সানা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা বঁাশের লাঠি দিয়ে গোলাম হোসেনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করে। তার চিৎকারে ভাই রব্বানী (৪০) এগিয়ে আসলে তাকেও ধরে মারপিট করে এক পর্যায়ে সন্ত্রাসী সামছুর সানার র্নিদেশে তার ভাই আনিছুর রহমান, লাল্টু হোসেন, রেজাউল ইসলাম, হাজির উদ্দিন, হাফিজুর সানা দলবন্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার ভাবে জমিতে প্রবেশ করে ধারালো দা, বাশের শক্ত লাঠি দিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে ও কুপিয়ে গোলাম ছরোয়ার বাবুল, গোলাম রব্বানী, গোলাম কুদ্দুস, গোলাম ভুট্টো ও আতিয়ার রহমানকে জখম করে। আহত গোলাম হোসেন আরো জানান-২৬জুন বেলা সাড়ে ১০টার দিকে এ নিয়ে ওই এলাকায় ঘরোয়া ভাবে একটি শালিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শালিসের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের নিজেদের জমিতে বেড়া দেয়া শুরু করে। সামছুর রহমান সানা পরে কিছু মানুষের কানকথা শুনে দলব্ধ হয়ে এ হামলা চালায়। থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এবিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে আনিছুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :