করোনার দুঃসময়ে সকলের প্রতি মানবিক আচরন করুন সরকারি কার্যক্রমকে সহযোগিতা করুন
জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ- করনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব আজ আতংকে।বাংলাদেশেও প্রতিদিন করোনা রুগি সনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।তবে এর জন্য দেশের জনগনের সেচ্ছাচারিত আচরন বেশি দায়ি। বগুড়ার সারিয়াকান্দির হাট বাজার গুলোতে স্বাস্থ্য বিধি মেনে কেনা বেচা করছেন না কেউ ই। গ্রাম গঞ্জে ক্ষুদ্র যানবাহন গুলোতে গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। এই বিষয়ে জনগনের সচেতন হওয়া অতিব জরুরি।
করনা ভাইরাস করলি একি সর্বনাশ,
লক্ষ জিবন কেড়ে নিলি বন্ধ করে স্বাস প্রস্বাস,
দেশে দেশে মৃত্যু পুরি স্বজনদের আহাজারি,
এখনও কি মিটলো না তোর রক্ত খাওয়ার স্বাদ,
লক্ষ জিবন কেড়ে নিলি বন্ধ করে স্বাস প্রস্বাস।
দেশের যত জনগণ এখনো হও সচেতন,
সকলকে পরিস্কার রাখ নিজে থাক পরিস্কার,
এখনও এই বেধির ঔষধ হয়নি আবিস্কার,
ময়লা হাতে চোখ মুখ আর নাক স্পর্শ করোনা ঘরে থাক ভালো থাক বাড়ির বাহির হইও না,
বাতাসে ভেসে বেরায় করোনা ভাইরাস, লক্ষ জিবন কেড়ে নিলি বন্ধ করে স্বাস প্রস্বাস,
ঘরে থাক ভালো থাক ঘরের বাহির হইও না হেলায় খেলায় জিবনটাকে বিপদগ্রস্ত করোনা,
যদি যাও জরুরি কাজে মাক্স পরবে সবার আগে,বাতাসে ভেসে বেরায় করোনা ভাইরাস লক্ষ জিবন কেড়ে নিলি বন্ধ করে স্বাস প্রস্বাস,
শহর আর বন্দরে গ্রাম গঞ্জের হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখ মাস্ক ছারা কেউ থেকনা হেলায় খেলায় জিবনটাকে বিপদগ্রস্ত করোনা,
করোনার প্রতিকার করছেন দেশের সরকার,সহযোগিতা করতে হবে সবাইকে মিলে সবাইকে মানতে হবে সরকারি নির্দেশ, লক্ষ জিবন কেড়ে নিলি বন্ধ করে স্বাস প্রস্বাস।