এ আমার মিনতি – সোহেল ইবনে মাহবুর
খরোস্রোতা নদীর
মতো,
চলি যেন তোমার পথে; ক্লান্তহীন, অবিরত।
তোমার গানে মত্ত থাকি যেন,
সকাল-সাঝে কৃতজ্ঞ পাখির মতো।
মম অপরাধের দরুন,
জায়নামাজে অশ্রু ঝরে যেন; অবিশ্রান্ত বৃষ্টির মতো।
হে আলোর মালিক,
হেরার জ্যোতিতে,
উদ্ভাসিত করো আমার ব্রেনের প্রতিটি নিউরণ।
যেন প্রগাঢ় অন্ধকারে, খুজে পাই; তোমার কাঙ্ক্ষিত মঞ্জিল।
ওগো মালিক,
খেদ রবে না মনে;
তোমার পথের মরণে।
শামিল করিও আমায় সে তৃপ্ত মরণে।