উত্তরাঞ্চলের আলোরন সৃস্টিকারি শিক্ষাপ্রতিষ্ঠান “আন-নূর সাইন্টিফিক মাদরাসা”র শিশু শিল্পিদের গাওয়া গানঃ মাছরাঙ্গা টিভি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:03 PM, 13 May 2019

গোলাম রব্বানীঃ আজ রাত ৩টা ২০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে দেখবেন উত্তরাঞ্চলের আলোরন সৃস্টিকারি শিক্ষাপ্রতিষ্ঠান “আন-নূর সাইন্টিফিক মাদরাসা”র শিশু শিল্পিদের গাওয়া গান।

পবিত্র মাহে রমযান উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির নিয়মিত আয়োজন “মিনারের সূর” নামক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিয়মিত গান করেন দেশ শেরা বাছাই করা শিল্পিরা। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন রাত ৩.২০ মিনিটে। ধারাবাহিকতায় আজকের পর্বে গান গাইতে বেচে নেয়া হয়েছে উত্তরাঞ্চলের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “আন-নূর সাইন্টিফিক মাদরাসা” এর শিশু শিল্পিদের।
এরকম একটি সাফল্যের কথা জানাতে গিয়ে আন-নূর সাইন্টিফিক মাদরাসার চেয়ারম্যান জনাব গোলাম রব্বাণী রোমান প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। অতঃপর এজন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজন, এলাকাবাসি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে সকলকে অনুষ্ঠানটি উপভোগ করার এবং ওদের জন্য দোয়া করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :