আজকের প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে-প্রভাষক রুবেল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:22 PM, 30 March 2019

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র প্রভাষক লতিফুল বারী রুবেল বলেছেন,বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস আজকের প্রজন্মকে জানাতে হবে। স্বাধীনতা যুদ্ধে দেশে ত্রিশ লক্ষ বীর দেশের জন্য শহীদ হয়েছে, দু’লক্ষ মা-বোন হারিয়েছেন তাদের সম্ভ্রম,তাদের মহান আত্মত্যাগের সঠিক ইতিহাস আজকের প্রজন্মদের জানাতে হবে। শনিবার তিনি বেলতলা জামিয়া আরাবিয়া রাহমানিয়া মাদরাসা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস ছামাদ আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী ও মুক্তিযোদ্ধা শাহ নেওয়ান রিপু। এ সময় মাদরাসার আজিবন সদস্য আবুল হোসেন, আব্দুস ছোবাহান, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আব্দুস ছাত্তার, আলহাজ্ব মকবুল হোসনে,মোকলেছার রহমান, বোরহান উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম,মাওঃ মতিনুর রহমান, জাকিরুল ইসলাম, মাওলানা আবু শাহিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রাফিউল ইসলাম ও মাওলানা আবু সাঈদ।

আপনার মতামত লিখুন :