৫ই জানুয়ারীর নির্বাচনে বিএনপির অংশ না নেয়া খালেদা জিয়ার বড় ভুল- শেখ হাসিনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:35 PM, 12 November 2015

 

সংবাদ আজকালঃ বগুড়া জেলা আওয়ামীলীগের আয়োজনে আলতাফুন্নেছা খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৫ই জানুয়ারীর নির্বাচনে বিএনপির অংশ না নেয়া খালেদা জিয়ার বড় ভুল , আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,আগামী দিনে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে তিনি কাজ করে যাচ্ছেন, এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন ,আগামীতে আমরা ক্ষমতায় থাকাকালীন বগুড়ায় কিছু প্রকল্প গৃহীত হয়েছিল কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। আওয়ামীলীগ চায় দেশের উন্নতি আর বিএনপি ধংস্ব করে। এসময় তিনি বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় ও বগুড়া -ঢাকা রেলসংযোগ স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ঘোসনা দেন।
প্রধানমন্ত্রীর বগুড়া সফর কে ঘিরে সোনাতলা – সারিয়াকান্দিসহ বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে লোকজনের সমাগম ঘটে আলতাফুন্নেছা খেলার মাঠে।

আপনার মতামত লিখুন :