স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চুড়ান্ত বাছাই পর্বের প্রার্থী মেহেদি জনি
জয়নগর কলারোয়া :- দেবাশীষ চক্রবত্তী,
স্বাধীনতা টেলিভিশনে মডেল তারকার চুড়ান্ত বাছাই পর্বে আমন্ত্রন পেয়েছে কলারোয়া জয়নগর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের জলিল মোল্লার ছেলে মেহেদি জনি।
গত ১৯ শে আগষ্ট সোমবার অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রথম রাউন্ড শেষ করে চুড়ান্ত পর্বের জন্য আমন্ত্রন পেয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন ও স্বাধীনতা টেলিভিশনের আয়োজনে ৬ই সেপ্টেম্বর চুড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন হবে।
চুড়ান্ত বাছাই পর্বে যাওয়ার আগে মেহেদি জনি জানিয়েছে তার দৃর্ঘ দিনের ইচ্ছে ছিল মডেল তারকা হওয়ার , তার মডেল তারকা হওয়ার স্বপ্ন যেন সত্যি হয় তার জন্য সকলের কাছে আর্শিরবাদ প্রার্থি।
তিনি আরও জানিয়েছে সেরা ১০ এর মধ্যো থাকার সকল চেষ্টা তিনি করবে আর বাকিটা ঈশ্বরের হাতে।