সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব পালিত
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে সহকারী অধ্যাপক রবিউল আউয়াল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বক্তব্য রাখেন প্রভাষক আবু বক্কর সিদ্দিকসহ কলেজের শিক্ষকবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।