সোনাতলা বন্যার্তদের মাঝে ত্রান ও শিক্ষা উপকরণ বিতরন করলো ঈশ্বরদি খেলাঘর
মিনহাজুল বারীঃ শুক্রবার বিকাল ৩টায় সোনাতলা উপজেলা খেলাঘর ও হরিখালী বকুলতলা খেলা ঘর আসরের সহযোগীতায় হরিখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈশ্বরদি খেলাঘর আসরের উদ্যোগে বানবাসী মানুষের মাঝে ত্রান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোনাতলা উপজেলা খেলাঘর আসরের সভাপতি মহসীন আলী তাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ও বন্যার্তদের মাঝে ত্রান ও শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা খেলাঘর এর সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক জাকিরুল মোল্লা সুমন, খেলা ঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যপক হাসানুজ্জামান, সদস্য শিরিনা মোস্তাফা, সিরাজুল ইসলাম শিরু। এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী খেলাঘর এর সদস্য ফয়সাল জাহান, মোস্তাফিজার রহমান শাহীন, হরিখালী উচ্চ প্রধান শিক্ষক আব্দুলাহ আল-মাসুদ, বকুল তলা খেলাঘর আসরের সভাপতি নিপুন চন্দ্র মহন্ত, শরীরচর্চা শিক্ষক উজ্জল হোসেন খোকন, উপজেলা খেলাঘরের সদস্য শিহাব, সাংবাদিক মিনহাজুল বারী, আব্দুর রাজ্জাক, রিমন আহম্মেদ বিকাশ, লতিফুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, মোশারফ করিম মজনু সহ আরো অনেকে । এসময় ৫০০‘শ বন্যার্তদের মাঝে ত্রান হিসেবে চাল, ডাল, চিড়া, লবন, সেমাই, মুড়ি, বিস্কুট, সাবান, মোমবাতি, ম্যাচ, ও খাবার স্যালাইন এবং ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম-খাতা বিতরণ করা হয়।