সোনাতলায় স্বামীকে পছন্দ না হওয়ায় নববধুর আত্মহত্যা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:51 PM, 01 November 2015

সংবাদ আজকাল ঃ গ্যাস ট্যাবলেট খেয়ে চিকিৎসাধীন অবস্থায় সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নববধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার হারিয়াকান্দি গ্রামের ইবারত হোসেনের মেয়ে রুবি বেগম এমা (১৮) এর সঙ্গে একমাস আগে শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট জীবনপুর গ্রামের মোমিন মিয়ার সাথে বিয়ে হয়। এক সপ্তাহ আগে এমা তার বাবার বাড়ীতে বেড়াতে আসে। এরই এক পর্যায়ে গত শুক্রবার সকলের অজান্তে এমা গ্যাস ট্যাবলেট (কিটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন এমাকে দ্রুততার সাথে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এব্যাপারে এমার চাচা মহিদুল ইসলাম বলেন এমা কি কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা আমরা জানিনা। সোনাতলা থানার এস আই সুশান্ত সাথে কথা বললে তিনি জানান,প্রাথমিক ভাবে জানাযায় তার বাবা,মায়ের পছন্দের পাত্রকে মেনে নিতে না পেরে সে অভিমান করে আত্মহত্যা করেছে।

আপনার মতামত লিখুন :