সোনাতলায় সাংবাদিক,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে নৌকার প্রার্থীর মত বিনিময় সভা
সংবাদ আজকাল,সোনাতলা(বগুড়া) প্রতিনিধি ঃ আগামী ১৮ মার্চ ৫ম উপজেলা ২য় ধাপের নির্বাচনকে সামনে রেখে সোনাতলায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের সাথে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সোনাতলা পৌর অডিটরিয়ামে পৌর প্যানেল মেয়র ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,দিগদাইর ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম,সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি লতিফুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবুসহ ও উপজেলার সকল সাংস্কৃতিক,ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন উপজেলা সংস্কৃতিক উদ্যাপন পর্ষদের আহবায়ক মহসিন আলী তাহা ,উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোশারফ হোসেন মজনু, , পৌর কমিশনার নিপুন আনোয়ার কাজল, সাংবাদিক,ইকবাল কবির লেমন,সারেগামাপা সংগীত একাডেমীর সভাপতি ছানাউল ইসলাম রিজু,ুসোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন,আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম,হাসনাহেনা খেলাঘর আসরের সাধাারন সম্পাদক নওসিন জাহান নিহা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিহাব উদ্দিন সিহাব।