সোনাতলায় বিধবার ঘর-বাড়ী জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি ॥ থানায় জিডি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:48 PM, 15 June 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ উপজেলার সাহবাজপুর গ্রামে অসুস্থ্য বিধবা
আলেমা বেওয়া’র বাড়ী-ঘর, জমি-জমা জোরপূর্বক দখলে নেওয়া হুমকি দিয়েছে
প্রতিপক্ষরা। এ বিষয়ে বিধবা আলেমা বেওয়া ১৫ জুন-২০১৯ তারিখে থানায় ৫৫১
নং সাধারণ ডায়রি করেছে। আলেমা বেওয়া ওই গ্রামের মৃত: মোফাজ্জল
হোসেনের স্ত্রী। প্রতিপক্ষ নুরুল ইসলামগণের সাথে দীর্ঘদিন ধরে তার মনমানিল্য
চলে আসছে। এরই জেরে প্রতিপক্ষগণ জোরপূর্বক ভাবে জমি-জমা, ঘর-বাড়ী
জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন :