সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেরে বাড়িঘর ভাংচুর
সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া সোনাতলার পৌর আগুনিয়াতাইর গ্রামের মাস্টার পাড়ায় জমি-জমা নিয়ে সৃষ্ট বিবাদে জের ধরে প্রতিপক্ষ হেলালগণ কর্তৃক ক্ষিপ্ত হয়ে দুদু আকন্দের রান্না ঘর আবারো ভাংচুর করেছে, গতকাল সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ওই হেলালগণের সাথে নিজ মৌজার বাড়ীর জমি সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে কলহ-বিবাদ চলে আসছিল। বিষয়টি নিয়ে পৌরসভা,থানায় অভিযোগ ও স্থানীয় ভাবে সালিশি বৈঠক হয়। এতে দুদু প্রায় ৩০ বছরের রেওয়াজ বদলের ওই জমির প্রকৃত মালিক বহাল থাকেন, কিন্তু হেলালগণ কাউকে তোয়াক্কা না করে জোরপূর্বক জমিটি দখল নেওয়ার পায়তারা স্বরুপ বারবার হামলা চালিয়ে ওই জমিতে থাকা দুদুর ঘর ভাংচুর করে নানা হুমকি দিয়ে আসছে,এ অবস্থায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে, এলাকাবাসি এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা করছে।