সোনাতলায় এলজি বাটারফ্লাই এর মা ইলেকট্রনিক্স এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে সোনাতলার সোনালী ব্যাংক মোড় সংলগ্ন মাদ্রাসা রোডে এলজি বাটারফ্লাই এর মা ইলেকটনিক্স এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন মা ইলেকট্রনিক্সের স্বত্ত¡াধীকারী ফারুক আহমেদ, এলজি বাটারফ্লাই এর টেরিটরি অফিসার মর্তুজা, স্তামাথা শাখার ম্যানেজার হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মাওলানা তালেবুল ইসলাম বুলু, নুরে আলম, মা ইলেকট্রনিক্স এর সোনাতলা শাখার ম্যানেজার মাসুদ রানা ও পারভেজ প্রমূখ।উলেখ্য, এলজি বাটারফ্লাই এর টিভি,ফ্রিজসহ সব ধরণের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে নতুনরুপে যাত্রা শুরু করলো মা ইলেকট্রনিক্স এর নতুন শাখাটি।