সোনাতলার গড়চৈতন্যপুরে সুধি সমাবেশ অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:32 PM, 26 December 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ শুক্রবার সকালে সোনাতলা পৌর এলাকার গড়চৈতন্যপুরে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর তহমিনা আকতারের সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শফিকুল ইসলাম আকন্দ,সাংগঠনিক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী খন্দকার ও সাধারন সম্পাদক মশিউর রহমান রানা।

আপনার মতামত লিখুন :