সোনাতলার কিশোরীকে উত্যাক্ত ॥ গ্রেফতার ১

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:05 PM, 01 June 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলায় এক কিশোরীকে উত্যাক্ত করার
মামলায় মিনহাজুল নামের বিবাহিত এক যুবককে পুলিশ গ্রেফতার করে আদালতে
প্রেরণ করেছে। মিনহাজুল পৌর এলাকার সাহবাজপুর গ্রামের হোমিও ডাক্তার ওসমান
গনি’র ছেলে। পুলিশ জানায়, প্রতিবেশী এক কিশোরীকে রাস্তা-পথে মিনহাজুল
বিরক্ত করে আসতে ছিল। বিষয়টি ওই কিশোরী তার মা’কে জানায়। কিশোরীর মা
শাহিদা বেওয়া বিষয়টি মিনহাজুলের বাবাকে জানায়। এতে মিনহাজুল ক্ষিপ্ত হয়ে
উঠে। ৩০ মে-২০১৯ দুপুরে ওই কিশোরী গোসল করতে ছিল। ওই সময় মিনহাজুল তার
খড়ের পালার উপর উঠে গোপনে ওই কিশোরীর গোসল করার দৃশ্য দেখতে ছিল। বিষয়টি
টেঁর পেয়ে ওই কিশোরী হৈ চৈ করতে থাকিলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসতে
দেখে মিনহাজুল পালিয়ে যায়। ওই সংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়
এবং মিনহাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসায় ঘটনার
সত্যতা বের হয়। এ ব্যাপারে মেয়েটির মা শাহিদা বেওয়া বাদী হয়ে নারী ও শিশু
নির্যাতন আইনে মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন :