সারিয়াকান্দিতে আকস্কিক ঝড়ে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড
সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে আকস্কিক ঝড়ে বেসরকারী
প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড। জানা যায়, সারিয়াকান্দি কুতুবপুর ইউনিয়নে
চরবড়ইকান্দি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গত ঈদ-উল-ফিতর এর আগের দিন সকাল
অনুমান ৯.৩০ মিনিটে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধেঁয়ে আসা অকস্কিক ঝড়ে স্কুল
ঘরের ৩টি গৃহ সম্পূর্ণ রূপে লন্ডভন্ড হয়ে মাটিতে পরে যায়। প্রধান শিক্ষক
মিজানুর রহমান বলেন স্কুল ঘরটি ভেঙ্গে পরার কারণে শিক্ষার্থীদের পাঠ দান চরম ভাবে
ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় সরকারী বেসরকারী ও দানশীল ব্যক্তিদের সহযোগীতায়
ভেঙ্গে পরা স্কুল ঘরটি দ্রুত মেরামত করা গেলে শিক্ষার্থীরা পাঠগ্রহনের সুযোগ
পেত।