সকল উৎসব হোক সবার শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভায় -মেয়র নান্নু
![সকল উৎসব হোক সবার শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভায় -মেয়র নান্নু](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2019/09/srr.jpg)
সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ার সোনাতলায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় সোনাতলা থানার আয়োজনে উপজেলার ৪২টি দূর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে থানা চত্তরে অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, ওসি (ইনেন্সপেক্টর তদন্ত) জাহিদ হোসেন মন্ডG
, উপজেলা পূর্জা উৎযাপন কমিটির সভাপতি ও মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমুল ফেরদৌস, সাংবাদিক জাহিনুর ইসলাম, পূর্জা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার গুপ্ত, কালাই হাটা পুজা মন্ডপের সভাপতি ঈশ্বর চন্দ্র জৈন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মধুপুর উত্তর পুজা মন্ডপের সাধারণ সম্পাদক সুবির পাল রামু।