শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে -আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 28 May 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে এদেশ হবে একটি ধনী রাষ্ট্র । শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেশপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শামছুল হক মাস্টার ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান শামছুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,দিগদাইড় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, জোড়গাছা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুল­া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, আহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, ইউপি সদস্য লাজু বেগম, শিক্ষক রোস্তম আলী ও সংবর্ধিত ইউপি চেয়ারম্যান শামছুল হকের নাতনী প্রভা শামীম। এর আগে প্রধান অতিথি সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়া চকনন্দনে বারোয়ারী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করেন।

আপনার মতামত লিখুন :