শিবগঞ্জে এনজিও ফোরামের আয়োজনে প্রজেক্ট শেয়ার কর্মশালা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের জন্য দাতা সংস্থা ‘সুইডিস রিসার্চ কাউন্সিল’, ইন্টারন্যাশনাল ইনসিয়েটিভ ফর ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন’ ও ‘ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার’ এর অর্থায়ে স্কটহোম ইউনার্ভিসিটি সুইডেন এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর যৌথ সহযোগিতায় গবেষণাধর্মী দিনব্যাপি প্রজেক্ট শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ বগুড়া আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মোঃ রেজওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্টকহোম ইউনার্ভিসিটি সিডিএমপি প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর সেরেনা কোকসাইলো,এনজিও ফোরামের সিপিএলপিজি প্রজেক্ট প্রকল্প সমম্বয়কারী আহসান হাবিব, গবেষণা সহযোগী জাহিদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, প্রজেক্ট কর্মকর্তা তাহমিদ শরিফ, মীর রায়হান, শাহাদত হোসেন, তরিকুল ইসলাম, নবীন রহমান প্রমূখ।