লাহিড়ীপাড়ায় ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উকিলকে ফুলেল সংবর্ধনা প্রদান
গাবতলী(বগুড়া)প্রতিনিধি ঃ ৬ষ্ঠ ধাপে বগুড়ার লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে মেম্বার পদে তরুন সমাজসেবক এনামুল হক উকিল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গত ৭জুন বিকেলে অত্র ওয়ার্ডবাসীর আয়োজনে এক গনসংবর্ধনায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন, আলীউল রেজা, সুমন সরকার,ডাঃ মালেক,খলিলুর রহমান, বাদশা মিয়া,আরিফুল ইসলাম,মেহেদী হাসান বিপুল,ওবাইদুল ইসলাম,স্বাধীন, সুজন,আতাউর রহমান, লেদু,আনিছার রহমান, লালমিয়া, জলিল,শাহিন, আমজাদ,আজিজ,করিম,মাছুদ,জাহের,আলম, ছালাম, কালাম, রফিকুল, মজিবর, ফজলুসহ এলাকার স্থানীয় জনগন ও ভোটারবৃন্দ।