লাহিড়ীপাড়ায় ২শ’ ৪৬জন দুস্থকে ভিজিডি কার্ডের চাল প্রদান
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউপির উদ্যোগে ২শ ৪৬জন দুস্থকে ভিজিডি কার্ডের প্রদান করা হয়েছে। চাল প্রদানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ। ট্যাগ অফিসার শহিদুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্যা লতিফা বেগম,কল্পনা বেগম, ঝরনা বেগম, ইউপি সদস্য আব্দুস ছামাদ, আজাদুর রহমান মকবুল, আল আমিন,এনামুল হক উকিল, নান্টু মিয়া,রুবেল সাকিদার,আব্দুল হাই ছিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।