মাদক সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গঠনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিন ………সবুজ সরকার
মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত কাল বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের গোকুল বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামীলীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী সওকাতুল ইসলাম সবুজ সরকারের নির্বাচনী পরমার্শ সভা আলহাজ্ব খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গঠনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিন। গোকুল ইউনিয়নকে সদর উপজেলার মধ্যে মডেল হিসেবে গড়তে চাই। এসময় চেয়ারম্যান প্রার্থী সবুজের সমর্থনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ মান্নান, রেজাউল করিম দুদু, এবিএম মিলন, কাওছার আলী খোকন, সাইফুল ইসলাম, সাজেদুল ইসলাম সুজন, মোজাম্মেল, আব্দুর রহমান, বাদশা মিয়া, আজিজার রহমান পুটু, আব্দুর রউফ, আতিকুর, ডা: মোকসেদ আলী, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, নুর আলম খাজা, ইমদাদুল হক দুলাল, মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম, শাহাজুল ইসলাম জুলাই। অনুষ্ঠান পরিচালনায় আবু বক্কর সিদ্দিক মাষ্টার।