মহাস্থান কলেজ হলরুমে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর বিশাল মতবিনিময় সভা
মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ হলরুমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্যদের নিয়ে বিশাল এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রায়নগর ইউপি’র সফল চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন, গত সাড়ে চার বছরে ভালো কাজের ফলাফল হিসেবে আজকের এই বিশাল সমাবেশ। আগামী নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো বলে এলাকার জনগণের স্বতস্ফুর্ত আগমনই তা প্রমাণ করে। আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচনে পুনরায় আমাকে জয়যুক্ত করার জন্য এবং অত্র ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন, মোশারফ হোসেন, আলাল উদ্দিন, বেলাল হোসেন, রাজা মিয়া, জিয়াউল হক, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, খোকা মিয়া, ফারুক হোসেন, আব্দুল খালেক সহ ৮নং ওয়ার্ডবাসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় যুব সংহতি নেতা সাইফুল ইসলাম।