মজনু সভাপতি কাজল সাধারন সম্পাদক সোনাতলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:22 PM, 26 December 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ শুক্রবার বিকেলে সোনাতলা প্রেসক্লাবের সাধারন সভা উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। সাধারন সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক প্রভাষক রবিউল ইসলাম সাজু। সভায় বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাবেক সহ-সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক লতিফুল ইসলাম, ইকবাল কবির লেমন,আবু হেলাল,শামীম হোসেন সুজন, জাহিনুর ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ,হারুন অর রশীদ ও আব্দুল করিম জামাল। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনুকে সভাপতি ও দৈনিক মুক্ত সকাল এবং সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি নিপুন আনোয়ার কাজলকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি – প্রভাষক রবিউল ইসলাম সাজু ( দৈনিক সংগ্রাম), প্রভাষক ইকবাল কবির লেমন ( দৈনিক উত্তরের খবর, দৈনিক মানবজমিন), যুগ্ম সম্পাদক – আবু হেলাল ( দৈনিক কালের খবর), জাহিনুর ইসলাম ( দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক – বেলাল হোসেন সাগর ( দৈনিক চাঁদনী বাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুনুর রশীদ মামুন ( দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ – রিমন আহম্মেদ বিকাশ ( দৈনিক সংবাদ কণিকা), দপ্তর সম্পাদক – আব্দুল করিম জামাল ( দৈনিক মুক্তবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – হারুন অর রশিদ ( সাপ্তাহিক বিজয় বাংলা), সদস্য – লতিফুল ইসলাম ( দৈনিক উত্তরকোণ), বদিউদ-জ্জামান মুকুল ( দৈনিক করতোয়া), শহিদুল ইসলাম শাহীন ( দৈনিক সকলের খবর,দৈনিক দিনকাল), শামীম হোসেন সুজন ( দৈনিক প্রভাতের আলো) ।

আপনার মতামত লিখুন :