বুয়েট ছাত্র আবরার ফরহাদ হত্যা মামলার ১৪ নম্বর আসামি শামীম বিল্লা সাতক্ষীরা থেকে গ্রেফতার
শেখ মাহামাদুর রহমান (হাসান) কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি:
বুয়েট ছাত্র আবরার ফরহাদ হত্যা মামলার ১৪ নম্বর আসামি শামীম বিল্লাকে সাতক্ষীরা শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল । শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইছাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীম বিল্লা বাবলুর রহমান এর ছেলে ও বুয়েটের নেভাল এন্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তার আটক হওয়ার ঘটনা শ্যামনগর থানা ইন্সপেক্টর তদন্ত আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে আর বিস্তারিত তিনি কিছু জানেন না বলে জানান।