বিয়ের মাত্র ১০ মাসে সংসার ভাংলো দুই বান্ধবীর
![বিয়ের মাত্র ১০ মাসে সংসার ভাংলো দুই বান্ধবীর](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2015/11/pic-sangbad-ajkal.jpg)
সংবাদ আজকাল ঃ বগুড়ার সোনাতলা উপজেলায় দুই বান্ধবী ছাবিনা আকতার ও ইতি আকতার (ইদ্রিস আলী)’র অবশেষে ১০ মাসের সংসারে ফাটল ধরল।
জানাযায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের সোনা মিয়ার কন্যা ও সৈয়দ আহম্মদ কলেজের এইচ এসসি শিক্ষার্থী ইতি আকতার (১৯) নারী থেকে পুরুষে রুপান্তরীত হয়েছে দাবী করে তার ঘনিষ্ট বান্ধবী পাশ্ববর্তী দিঘলকান্দী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও একই কলেজের ছাত্রী ছাবিনা আকতার (১৯) কে বিয়ে করে। মুলবাড়ি ঈদগাহ মাঠের ঈমাম ও ফাজিলপুর গ্রামের মাওলানা আবু মুসার বাড়িতে দু’পরিবারের উপস্থিতিতে গত ৯ ডিসেম্বর ১ লক্ষ টাকা দেনমোহরানায় বিবাহ সম্পন্ন হয় ওই দুই বান্ধবীর। উল্লেখ্য বিয়েরপর দাম্পত্য জিবন শুরুতে ছাবিনা বুঝতে পারে তার স্বামী একজন মেয়ে ,সে তার সাথে প্রতারনা করেছে। এরপর বিষয়টি গত এক মাস আগে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করে তাতেও কোন সুরাহা না হওয়ায় বুধবার ছাবিনা তার স্বামী রুপি বান্ধবী ইতি আকতার ছদ্দবেশি ইদ্রিস আলীকে তালাক দিয়েছে বলে দিগদাইড় ইউনিয়নের কাজি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন ।