বিএমএসএফ উপদেষ্টা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়ার পীরগাছা ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য ওয়ালিদ হোসেন নিরব সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার বগুড়া-রংপুর বাবইপাস মহাসড়কে যাত্রীবাহী বাস তাদের ব্যবহারিত মটর সাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় গাড়ীতে থাকা দৈনিক মুক্ত সকাল পত্রিকার সাংবাদিক রেজা খান সামান্ন আহত হয়।গুরুতর আহত অবস্থায় নিবরকে টিএসএসএস হাসপাতালে ভর্তি করানো হয়। তার আশু সুস্থ্যতা কমনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সভাপতি সাংবাদিক আতাউর রহমান,কোষাধক্ষ সাইদুর রহমান সাজু,যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক আব্দুল বারী,সিনিয়র সাংবাদিক আব্দুল বাছেত, এম এ রশিদ,উপদেষ্টা সদস্য জালাল উদ্দিন, এনামুল হক উকিল,মোফাস্সার আহম্মেদ লিটন,আলীউল রেজা,নয়ন, উজ্জল চন্দ্র সরকার প্রমূখ।