বগুড়া সদরের মাডিডালীস্থ থ্রি স্টার হোটেল ক্যাসেল সোয়াদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ শক্রবার দুপুরে বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় ২য় বাইপাসে অবস্থিত হোটেল ক্যাসেল সোয়াদের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মাছুদুর রহমান মিলন, সিদ্দিক কনট্রাকশন ও শিল্পী কনট্রাকনের চেয়ারম্যান ইঞ্জিঃ সিদ্দিকুর রহমান, তামিম গ্র“পের চেয়ারম্যান শাহজাহান আলী, মেঘনা লাইফ ইন্সুরেস ডিরেক্টর কামরুল হাসান খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস, এম লিটন, এ্যাডঃ আঃ হামিদসহ শহরের বিশিষ্ঠ ব্যবসায়ী , শিক্ষক ও বিভিন্ন পেশার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাহিন কাদির মেঘনা লাইফ ইনসুরেস লিঃ।