বগুড়া সদরের দুটি ইউপিতে ভিজিএফ এর চাল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:00 PM, 05 August 2019

বগুড়া সদর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়া সদরের এরুলিয়া ও
লাহিড়ীপাড়া ইউপিতে গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ
এর চাল বিতরন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি
হিসেবে উক্ত ভিজিএফ এর চাল বিতরন উদ্বোধন করেন
সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ
সময় উপস্থিত ছিলেন এরুলিয়া ইউপি চেয়ারম্যান
আলহাজ¦ আ:লতিফ মন্ডল, ইউপি সচিব ফরিদুল ইসলাম
রাজু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিয়াজুল
ইসলাম রিয়াজ, অফ ট্যাগ অফিসার উপজেলা সহকারী
শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, ইউপি সদস্য রোস্তম
আলী প্রাং, রুুহুল আমিন, গনি আলম লিটন, লয়া মিয়া,
আ: রাজ্জাক, লুৎফর রহমান, আরিফুর রহমান জুয়েল,
আফজাল হোসেন, শ্রী প্রতুল চন্দ্র দেব, মহিলা ইউপি
সদস্য মাইনুর সিদ্দিক হাজেরা, চায়না বেগম, বকুল
বেগম প্রমূখ । এরুলিয়া ইউপিতে ১৫ কেজি করে ৩
হাজার ২শত জন গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল
বিতরন করা হয়েছে। লাহিড়ীপাড়া ইউপিতে ১৫ কেজি
করে ৩ হাজার ২শত জন গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ
এর চাল বিতরন উদ্বোধন করেন করেন সদর উপজেলা
চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় উপস্থিত
ছিলেন চেয়ারম্যান মাফতুন আহমেদ, ট্যাগ অফিসার
আ: জব্বার, ইউপি সচিব শামিমা আকতারসহ সকল
ইউপি সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :