বগুড়ায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গতকাল বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃক ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরনবী (২৭) গ্রেফতার। ফাঁড়ি সূত্রে জানা যায়, এস আই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ৮.১০মিনিটে সঙ্গীয় ফোর্সসহ বগুড়া পৌরসভাধীন ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামে অয়াবদা গোরস্থান রোড জনৈক মতিয়ারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়রত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুরনবী বগুড়া জেলার সদর থানা ফুলবাড়ি উত্তর পাড়া গ্রামের মোঃ সায়েদ আলী আকন্দের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়,ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে এলাকার উঠতি বয়সের যুব সমাজের নিকট বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গ্রেফতারকৃত নুরনবী বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায় করে থানা হাজতে প্রেরন করা হয়।