বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহ্দৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬ তম শাহ্দৎ বার্ষিকী উপলক্ষে জেলা কমিটির ৭ দিনের কর্মসূচির মধ্যে জেলা বিএনপি আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকালে জেলার সভাপতি ভি.পি সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডাঃ আলমঙ্গীর হোসেন পাভেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শোক রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলার সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারি তালুকদার বিলাল,সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদিন চাঁন, পৌরসভা কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু,২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, মহিলাদলের সভানেত্রী লাভলি রহমান, নাজমা আক্তারসহ দলের সকল নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।