নোটিশ পেয়ে বাদীর উপর ক্ষিপ্ত হয়ে সোনাতলায় বিবাদীগণ কর্তৃক মাটি ফেলে পুকুর ভরাটের চেষ্টা ॥ থানায় অভিযোগ
![নোটিশ পেয়ে বাদীর উপর ক্ষিপ্ত হয়ে সোনাতলায় বিবাদীগণ কর্তৃক মাটি ফেলে পুকুর ভরাটের চেষ্টা ॥ থানায় অভিযোগ](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2019/06/images-5.jpeg)
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ আদালতের নোটিশ পেয়ে বাদীর উপর ক্ষিপ্ত হয়ে
বগুড়া সোনাতলায় জোরপূর্বক দখল নিতে বিবাদীগণ কর্তৃক মাটি ফেলে
পুকুর ভরাটের চেষ্টা করা হয়েছে। উপজেলার বয়ড়া মৌজার সাবেক দাগ ৪৬৮ জমির
পরিমান ১৩ শতক ও সাবেক ৪৬৯ দাগ ২৩ শতক একুনে ৩৬ শতকের কাতে ৫ শতক
জমির পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুকুরের জমি মালিক দাবীদার আকলিমা
বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগ আব্দুল কফিল,
রফিকুল, শহিদুল হেলাল ও বেলালসহ ৫জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সুত্রে
জানা গেছে, উপজেলার উত্তর বয়ড়া গ্রামের বাসিন্দা আকলিমা বেগম তার
স্বামীর ক্রয়কৃত ওই দাগের জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন থেকে ভোগ দখলে
রয়েছে। ওই পুকুরের জমিগুলো প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের জন্য দাবান,
শাসানসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে আকলিমা
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বগুড়ায় ১১৬ পি/২০১৯ (সোনা) এবং সোনাতলা
সহকারী জজ আদালতে ২৬/২০১৯ (অন্য) নং মামলা দায়ের করে। আদালত থেকে সমন
নোটিশ প্রাপ্ত হয়ে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ওই পুকুরে মাটি ভরাট শুরু করে।
উপায়হীন হয়ে আকলিমা থানায় অভিযোগ দায়ের করে। ওই অভিযোগ মুলে পুলিশ
১৩ জুন-২০১৯ তারিখে ঘটনাস্থল তদন্ত করে এবং বিবাদীগণকে মাটি ভরাট কাজ
বন্ধ করে। আকলিমা ওই গ্রামের সোলায়মান আলী মোলার স্ত্রী।