নিউ কিশোর যুব সংঘের উদ্যোগে সৈকত স্মৃতি স্মরনে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
![নিউ কিশোর যুব সংঘের উদ্যোগে সৈকত স্মৃতি স্মরনে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2019/09/77898u8878.jpg)
বগুড়া নিউ কিশোর যুব সংঘের উদ্যোগে সৈকত স্মৃতি স্মরনে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন সৈকত ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জয়পুরপাড়া পশ্চিমপাড়ায় উক্ত খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম নূরু। উদ্বোধনী খেলায় নিউ কিশোর যুব সংঘ বনাম আটাপাড়া টাইটোনিক ক্লাব অংশ গ্রহন করে। অংশ গ্রহন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: সবুর আল-মামুন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আসলাম শেখ, ১৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মীর আলম ধলু, জিল্লুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, আতিকুর রহমান, জিয়াউর রহমান, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, শাহ- আলম পরান, অত্র ক্লাবের সদস্য শাওন বাবু, শুভ সরদার, মমিন শেখ, আমিনুর , মোস্তাকিম, জিহাদ,রিয়াদ, ওমর, বিপ্লব,বাইজিদ,সাগর, প্রান্ত, সাকিব, ফয়সাল প্রমূখ। খেলা পরিচালনা করেন সো: বাপ্পি।