দুই দফার নির্বাচন দেখে মনে হয়েছে দখলের মহোৎসব চলছে- বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনের অবস্থা এতটাই খারাপ এবং প্রার্থীদের এত বেশি বাধা দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনে আসতে হলো। বাস্তবে দুই দফার নির্বাচন দেখে মনে হয়েছে, দখলের মহোৎসব চলছে। সবার চোখের সামনে কেন্দ্র দখল হচ্ছে। সবচেয়ে দুঃখজনক যে তাদের দলের প্রার্থীদেরও বাধা দেওয়া হচ্ছে। মেরে ভুট্টাখেতে ফেলে দেওয়া হয়েছে।
আজ রবিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে মেনন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিইসিকে বলেছি যে ওয়ার্কার্স পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চায়। কিন্তু আমাদের যদি আশ্বস্ত করতে না পারেন, তবে এই কমিশনের প্রতি মানুষের এক বিন্দু আস্থা থাকবে না। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন।