দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতঃ
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরে আলোকসজ্জা ও কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গত শুক্রবার রাত ৯টায় জেল রোডস্থ্য দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: লুৎফর রহমান মিন্টু প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজিনা ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো: খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মান্নান সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মো: মকসেদুল ইসলাম টুটুল, জেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নওশাদ আলম পাপ্পু, মো: আব্দুল মজিদ, মো: আরিফুল ইসলাম মনি, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক যুবনেতা আবু মাসুদ ওবায়দুলাহ তারেক, তরুন প্রজন্ম জেলা শাখার আহবায়ক হাজী মনি, যুগ্ম আহবায়ক হাসান নবাব, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শরিফ জাকির হোসেন হিরা, সরকারী কলেজ ছাত্রদল নেতা মো: রেজাউর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল, জুলিন, যুবনেতা মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।