দিনাজপুরে শিবিরের সভাপতিসহ ৫ নেতাকর্মী আটকঃ
এম এ হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর শহরে অভিযান চালিয়ে শহর শিবিরের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় শহরের রামনগর মোড়ে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-শহর শিবিরের সভাপতি কাহারোল উপজেলার মির্জাপুর গ্রামের মমতাজুর রহমানের ছেলে মো: আয়াতুলাহ(৩০), সদর উপজেলার দক্ষিণ মহেশপুর গ্রামের মো: শফিউলাহর ছেলে মো: আজিজুর রহমান (১৮), বোচাগঞ্জ উপজেলার ভরড়া গ্রামের মো: এনামুল হকের ছেলে মোঃ মনজুরুল ইসলাম (২২), ঠাকুগাঁও জেলার হরিপুর উপজেলার মান্ডারা কাঁঠালডাঙ্গী গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কালাম আজাদ (৩০) ও লালমনির হাট জেলার সাকোরা গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন আহমেদ (১৮)।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান চালিয়ে শহরের রামনগর মোড়ে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।