ডিজিটাল মেশিনে ফ্যাট নির্ধারনের মাধ্যমে সোনাতলার নামাজখালী দুধ সংগ্রহ কেন্দ্র পরিদর্শন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:41 PM, 13 January 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বিকেলে কেয়ার বাংলাদেশ এর এসডিভিসি প্রজেক্টের সহযোগিতায় , আড়ং ডেইরী’র পরিচালনায় ডিজিটাল মেশিনে ফ্যাট নির্ধারনের মাধ্যমে সোনাতলার নামাজখালী দুধ সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান।পরিদর্শনকালে তিনি দুধ সরবরাহকারী গৃহস্থ্যদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা বিলকিছ বেগম,ব্র্যাক চিলিং ম্যানেজার রুস্তম আলী,ফিল্ড অফিসার নিতাই রায়,ডিএফটি ম্যানেজার তফিজার রহমান প্রমূখ।দুধ সংগ্রহকারী কেন্দ্রটিতে ১৫০ থেকে ২০০ জন গবাদী পশু পালনকারীদের নিকট থেকে প্রতিদিন ৪৫০-৫০০ লিটার দুধ সংগ্রহ করা হয়। এ ব্যাপারে দুধ সরবরাহকারী রওশনআরা বেগমের সাথে কথা বললে তিনি জানান আমার ২টি গাভী আছে, আমি প্রতিদিন ৪-৫ লিটার দুধ এ কেন্দ্রে দিয়ে থাকি। এতে আমাদের গ্রামের মানুষের গরু পালার আগ্রহ বেড়েছে প্রায় প্রতিটি ঘরে ঘরে ২ একটি করে গাই(গাভী) গরু আছে।

আপনার মতামত লিখুন :