ঠাকুরগাঁওয়ে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি\ ১৪ এপ্রিল “বাংলা নববর্ষ ১৪২৬” উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাংকন, লোক সংগীত, লোক নৃত্য সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৩ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও শিশু একাডেমি প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৩শ জন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সরলা রায়, প্রীতি গাঙ্গুলীসহ শিশু একাডেমির শিক্ষকবৃন্দরা।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৪ এপ্রিল।