গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে পিএসসি পরিক্ষা অনুষ্টিত ।
মহাস্থানঃ সারা দেশের ন্যায় রবিবার বগুড়া সদরের গোকুল সরকারী
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনি পিএসসি পরিক্ষা অনুষ্টিত হয়েছে।অত্র পরিক্ষা কেন্দ্র সচিব লায়লা নাজনিন জানান,এ কেন্দ্র মোট বিদ্যালয়ের সংখ্যা ১৩টি, মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪৩১জন। পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব লায়লা নাজনিন,হল সুপার কল্পনা রানী, সহকারী হল সুপার আনছার আলী,এবিএম মিলন,আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ প্রমুখ।