গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপিনেতা ছামছুল ইন্তেকাল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:42 PM, 14 February 2017

গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন ৪ন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দাসকান্দি গ্রামের মরহুম সরিফ উদ্দিন খন্দকারের ছেলে সামছুল আলম ভেটা মঙ্গলবার সকাল ১০ঘাটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল­াহে ….. রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সে বিএনপির রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন। মৃতকালে সে স্ত্রী, ৪পুত্র, ৩ কণ্যা, নাতী নাতনী,মেয়ে জামাই আতœীয় স্বজন, বন্ধু-বান্দব, রাজনৈতিক সহযোগীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আছর তার নামাজে জানাযা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন সম্পর্ন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনরি সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, বিএনপি নেতা আজমল হোসেন শীষ, মশিউর রহমান পুটু,আব্দুল খালেক,খয়বর আলী, ফজলু কাজী,মিনাজুল ইসলাম,আব্দুর রাজ্জাক, থানা ছাত্রদলনেতা মোরর্শেদ আল আমিন লেমন, যুবদলনেতা শফিকুল ইসলাম, লুৎফর রহমান,আনোয়ার হোসেন, ছেচ্ছাসেবক দলনেত হারুনার রশিদ হারুনসহ স্থানীয় মুসল­ীবৃন্দ। জানাযা পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।

আপনার মতামত লিখুন :