গাবতলীর উজগ্রাম প্রিমিয়ারলিগ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্টিত
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া গাবতলীর উজগ্রাম বাছেরকানী যুব সংগের আয়োজনে প্রিমিয়ারলিগ ক্রিকেট (ইউ.পি.এম) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলার মুখ বগুড়া পৌর শাখার যুগ্ম সাধারন সম্পাদক জিএম সাকলাইন এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী তরুন সমাজসেবক শাহাতাব হোসেন চৌধুরী লিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজগ্রাম পিন্টু উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নাহিদ চৌধুরী সাইম,সমাজসেবক লিমন চৌধুরী, ব্যাবসায়ী আব্দুল বাছেত মিলন, উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল ইসলাম। এসময় আয়োজক কমিটির নেতা সিমন মন্ডল,লিমন ইসলাম,শাকিল ইসলাম,রাকিবুল হাসান, রনি আহম্মেদ, সোহেল রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় উজগ্রাম বাছেরকানি জুনিয়ার একাদশ হিন্দুপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেন।