গাবতলীতে সাংবাদিক এম এ রশিদের মা’য়ের ইন্তেকালে শোক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:15 PM, 13 April 2016

 

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক কালের কবর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি এম এ রশিদের মা ও মৃতঃ ইছাহাক আলী স্ত্রী আলতা বেওয়া গত সোমবার সকাল ১১টায় বাধ্যর্ক জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিলাহে……রাজিউন।তার বয়স হয়েছিল ১০৯বছর। সে গাবতলীর কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে ৬পুত্র,৩কণ্যা,নাতী,নাতনী,আতœীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাযা শেষে তাকে তার স্বামীর কবরের পাশে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে। মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সভাপতি আতাউর রহমান,সাধারন সম্পাদক রেজা খান, সিনিয়র সাংবাদিক আব্দুল বাছেত, সাইদুর রহমান সাজু,এসআই সুমন,ফজলুল হক, আব্দুল বারী,ফিরদাউস আলম, আরিফ বিলাহ,সাংবাদিক ফেরাম উপদেষ্টা সদস্য জালাল উদ্দিন, এনামুল হক উকিল, মোফাসসার আহম্মেদ, নিরব হোসেন, রনজু আহম্মেদ,এমদাদুল হক প্রমূখ।

আপনার মতামত লিখুন :