গাবতলীতে প্রাথমিক সমাপনি ও সমমানের পরীক্ষা শুরু
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বগুড়ার গাবতলীতে শুরু হয়েছে প্রাথমিক সমাপনি(পিএসসি) ও এবতেদায়ী সমাপনি পরীক্ষা। মোট ১৮টি পরীক্ষা কেন্দ্রে সুন্দর মনোরম ও নকলমুক্ত পরিবেশে চলছে পরীক্ষা। গতকাল গাবতলীর সুলতানপুর সরকারী প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩৯৮জন ও এবতেদায়ীতে ৪৭জন পরীক্ষার্থী অংশ নেন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টার(ইন্সট্রাক্টর)কর্মকর্তা এ,কে,এম আজিজুল বারী,এসময় কেন্দ্র সচিব মামুনার রশিদ,হল সুপার আশরাফুল ইসলাম,অফিস সহকারী তরিকুল ইসলামসহ কক্ষ পরিদর্শকগন। অপরদিকে সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৪৪১ ও এবতেদায়ীতে ৫৬জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ আয়েশা খাতুন। এসময় বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মুহাঃ আবু মুসা,কেন্দ্র সচিব হুমায়ন কবীর,হল সুপার আমিনুর ইসলাম ও কক্ষ পরিদর্শকগন উপস্থিত ছিলেন।