গাবতলীতে ডিপ্লোমা কৃষিবিদকর্তৃক ইউএনও’র নিকট স্মারকলিপি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক ডিপ্লোমা কৃষিবিদদের “১০ম গ্রেড বেতন স্কেল” বাস্তবায়নের দাবীতে গতকাল বুধবার বগুড়া গাবতলীর ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজার রহমান, জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।