খানসামা ভেভেড়ীতে মুক্তিযোদ্ধা ৭১ এর আয়োজনে পিঠা উৎসব

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:59 PM, 20 January 2017

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলাধীন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ২০ জানুয়ারী সকাল ১০টা হতে দিনব্যাপী এক স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধ ৭১ এর আায়োজনে পিঠা উৎসব, কৃষি সংবর্ধনা ও পালা গানের আসর/১৭অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ৭১ এর সংগঠনের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খানসামা উপজেলা শাখা ছাত্রলীগের আহব্বায়ক রেজাউল করিম, ২নং ভেড়ভেড়ী ইউপি শাখার মুক্তিযুদ্ধ৭১ এর সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। এ পিঠা উৎসবে ১০টি স্টলে ১৬ প্রকার পিঠা প্রদর্শন করা হয়। পিঠা স্টলে তানিয়া আক্তার তনু ও তৌফিক সারোয়ার অনুর পিঠা বেশী প্রাধান্য পায়। এসকল পিঠা অতিথি ও জনগণের মাঝে বিতরণ এবং খাওয়ানো হয়। কৃষক সংবর্ধনা শেষে পালা গানের আসর অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলার পার্বতীপুরের আব্দুর রশিদ সরকার ও খানসামা উপজেলার শ্রী মতি চন্দনা রানী পালা গান পরিবেশন করেন।

আপনার মতামত লিখুন :