খানসামায় ৩ দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা প্রেসক্লাব ও স্বপ্নরাজ্য ফাউন্ডেশনের আয়োজনে খানসামা প্রেসক্লাবে শুক্রবার সকাল ১০টার সময় ৩ দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। খানসামা প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সাংবদিকতা বিষয়ে বক্তব্য রাখেন খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, খানসামা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তফিজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, স্বপ্নরাজ্য ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হাসান রিয়াদ, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নাজমুল হাসান সাগর। প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন শিশু সাংবাদিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণের মাধ্যমে ৩ দিন ব্যাপী এ-প্রশিক্ষণ প্রদান করা হবে।