খানসামায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:54 PM, 21 November 2016

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য উপজেলা পরিষদ, খানসামার পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-১৭ হতে ২০২০-২০২১ অর্থবছর প্রণয়নের নিমিত্তে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । খানসামা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে ২১শে নভেম্বর সোমবার সকাল ১০ঘটিকা হতে সারাদিন ব্যাপি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ- এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোখলেছুর রহমান, আলোকঝাড়ি ইউপির চেয়ারম্যান আ স ম আতাউর রহমান, আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, খামারপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু, ভাবকি ইউপির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপির চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহসহ উপজেল প্রশাসনের অফিসারবৃন্দ, ইউপি সচিববৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন :