কলারোয়ায় পলিথিন ব্যাবহারে ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা
সাজমিন সাথীঃ সাতক্ষীরা কলারোয়ায় পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ২০১০ এর ১৪(৪) ধারায় অদ্য ২০ জুলাই বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ সীমান্তবর্তি গয়ড়া বাজারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাট পরিদর্শক মোঃ আকরাম হোসেন, উপজেলা বেন্চ সহকারী মাহবুবুর রহমান।
জরিমানা কৃত ব্যক্তিরা হলেনঃ ১, মোঃ ফোরকান বিশ্বাস,পিতা মওলা বিশ্বাশ ২. মোঃ ইদ্রিস আলী পিতা মতিয়ার রহমান, ৩. মোঃ শফিকুল ইসলাম পিতা শওকত আলী গয়ড়া। পন্যে চটের বস্তা ব্যবহার না করে পলিথিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করার কারনে সকলকে ৫শত টাকা করে জরিমানা কররেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।